- অ্যাপলিকেশন মেনু উপরের প্যানেলের বামের অংশে রয়েছে
- উবুন্টু সফটওয়্যার সেন্টার, যেখান থেকে আপনার পছন্দের অ্যাপলিকেশনসমূহ সহজে ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন।
- সেটিংস মেনু, এখানে নির্দিষ্ট করে দেয়া যাবে আপনার ডেক্সটপ কেমন দেখাবে ।
- আপনার কম্পিউটারে ইনস্টল করা সকল অ্যাপলিকেশন ক্যাটেগরী অনুযায়ী সমন্বয় করা হয়।