- উবুন্টু এখান ১০.০৪ LTS এ আপগ্রেড করা হয়েছে। দুই বছর কাজ করার পর এটি তৈরী করা হয়েছে, এটি এমন সংস্করণ যার ব্যবহারকারীদের দীর্ঘ মেয়াদে সহয়াতা করা হবে। এপ্রিল, ২০১৩ অর্থাৎ প্রকাশের তিন বছর পর পর্যন্ত এটি ব্যবহারে সহায়তা করা হবে।
- আপগ্রেড সম্পন্ন হতে কিছুটা সময়ের প্রয়োজন। এই সময়ে আমরা আপনাকে নতুন কিছু বৈশিষ্ট সম্পর্কে অবহিত করতে পারি যেগুলি আপনি আপগ্রেড সম্পন্ন হওয়ার পর ব্যবহার করতে পারবেন।