- শুরু থেকেই উবুন্টু থেকে অনলাইন চ্যাট এবং ফেইসবুক,টুইটার, উইন্ডোজ লাইভ এবং গুগল টক এর মত বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ রয়েছে।
- আপনার অ্যাকাউন্টসমূহে লগইন করতে ঘড়ির কাছাকাছি খামটিতে ক্লিক করুন। নতুন কোন বার্তা আসলে সেটিও এখান থেকে দেখা যাবে, ফলে কি কি ঘটছে সেটি একই সাথে দেখে নেয়া যাবে।
- আপনি যদি ব্যস্ত থাকেন তবে, স্ক্রীনের উপরের অংশে লেখা আপনার নাম-এ ক্লিক করে আপনার অবস্থা পরিবর্তন করতে পারেন।